সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। ভাঙনের কবলে ঘরবাড়িও বিলীন হয়ে গেছে ইয়াকুব আলীর। নিরুপায় হয়ে সদস্যের পরিবার নিয়ে মাছ ধরার নৌকার ওপর বসবাস শুরু করেছেন। সেখানেই সন্তান জন্ম দিয়েছেন ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুন।
ইয়াকুব আলী ও মিনারা দম্পতি জানান, তাঁদের বাড়িঘর ছিল শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামে। ঘূর্ণিঝড় ইয়াসের পর খোলপেটুয়া নদীর তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে তাঁদের বাড়িটি নদীতে চলে যায়। তারপর থেকে তাঁরা খোলপেটুয়া নদীর ওপর নৌকায় বসবাস করছেন।