সংবাদপত্রের থাকা না-থাকা এবং প্রথম আলো

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ১৫:২৮

দুনিয়াজুড়ে দেড়-দুই দশক ধরে যে শঙ্কা খবরের কাগজগুলোর জন্য বড় হয়ে দেখা দিয়েছে, তা হলো অনলাইন সংবাদ পরিবেশনার তাৎক্ষণিকতার ও সীমাহীন সহজলভ্যতার যুগে এই মুদ্রণমাধ্যমের আয়ু কি ঘনিয়ে এল? সোজা কথায়, যেখানে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত একটি মুঠোফোনে যে কেউ যখন-তখন দিনের সবচেয়ে তাজা খবরটি পেয়ে যাচ্ছে, সঙ্গে একগাদা স্থির ও সচল ছবিও, সেখানে কেন মানুষ গাঁটের পয়সা খসিয়ে একটা খবরের কাগজ কিনবে, যেখানে আগের দিনের বাসি খবরগুলো পড়তে হবে?


এই অতিমারির শুরুতে তো একটা ভয়ও ছড়িয়েছিল যে খবরের কাগজ মারাত্মক করোনাভাইরাসকে সাতসকালে ঘরের ভেতর নিয়ে আসবে। সে ভয় কেটেছে, কিন্তু অস্তিত্বের সংকটের ভয়টা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us