মাষকলাই মূলত এক ধরনের ডাল জাতীয় শস্য। মাষকলাই চরাঞ্চলের জনপ্রিয় শস্য। মাষকলাইয়ে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। এক বিঘা জমিতে খরচ হয় মাত্র এক হাজার টাকা। খরচ কম লাভ বেশি হওয়ায় কুড়িগ্রামের কৃষকরা মাষকলাই চাষে ঝুঁকচ্ছেন।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদরে মাষকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬০ হেক্টর জমিতে। তবে অর্জিত হয়েছে ৬৫ হেক্টর জমিতে অথাৎ ৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।