নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে মো. নুরুল আলম (২৫) নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী গ্রামের বাসিন্দা ও স্থানীয় হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১ নভেম্বর) রাতে ওই ছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে চরজুবিলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।