সাবেক মিস কেরালা আনসি কবির (২৫) ও রানারআপ অঞ্জনা সাজন (২৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের কেরালার কোচিতে গত সোমবার গভীর রাতে তাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, আনসি ও অঞ্জনা দুজনেই দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। গাড়িতে আরও দুই যাত্রী ছিল, তাঁরা গুরুতর আহত হয়েছেন।