গোপালগঞ্জে 'ফ্রি ফায়ার গেম' নিয়ে দুই পক্ষের বিবাদ ঠেকাতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কবির সরদার।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোজরগাতি গ্রামের ভোজরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ওই গ্রামের জাহিদ শেখের ছেলে মো. হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারের ছেলে বন্ধুদের নিয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলো। এ নিয়ে একপর্য়ায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ইউনিয়ন মেম্বর আরোজ আলী বিষয়টি মিমাংসা করে দেন।