নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। ভবন ধসের ওই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় সোমবার লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ২১তলার ভবনটি ধসে পড়ে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনটি থেকে এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। ভবনটির ভেতরে এখনো অনেকে চাপা পড়েছেন। তাদের কেউ বেঁচে আছেন কিনা তা জানা যায়নি। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।