অস্ট্রেলিয়ান সম্পাদক এবং প্রকাশক জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক করার এবং তাঁর সম্ভাব্য প্রত্যর্পণের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতির নজির নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে যেসব অভিযোগ মামলা হয়েছে এবং যে প্রক্রিয়ায় তাঁর বিচারকাজ পরিচালিত হচ্ছে, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এসব প্রশ্ন আমাদের এড়িয়ে গেলে চলবে না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে যেভাবে বিচার করা হচ্ছে এবং তাঁকে যেভাবে অন্য দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে তা স্বচ্ছতা, জবাবদিহি, গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইনের আদর্শ মানদণ্ডের প্রতি সুস্পষ্ট আঘাত।