করোনাকালে আগের দুই কোটি অতি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে যোগ হয়েছে আরও এক কোটি ৬০ লাখ। গবেষণা সংস্থা বিআইডিএস বলছে, অতি দরিদ্রের সংখ্যা মোট জনসংখ্যার ১০ থেকে ২০ শতাংশে পৌঁছে যেতে পারে। এমতাবস্থায় হুহু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সর্বশেষ অক্টোবরের তৃতীয় সপ্তাহে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি সাত টাকা বাড়িয়ে দিয়েছে আমদানিকারকদের সমিতি। এক লিটার সয়াবিনের দাম এখন ১৬০ টাকা। দোকানে যখন কিনতে যাবেন তখন আরও পাঁচ টাকা বেশি দিতে হচ্ছে। ১৬৫ টাকা লিটার।
অতি দরিদ্রের সংখ্যা বাদই দিলাম। নিম্নবিত্তের সীমা অতিক্রম করে মধ্যবিত্তের জীবনে নাভিশ্বাস। খোলা ট্রাকে যে চাল-ডাল বিক্রি করা হয়, সেখানে লাইন দীর্ঘ হচ্ছে। এমন অনেককেই সেই লাইনে দাঁড়াতে হচ্ছে, যারা সচরাচর খোলা ট্রাকে পণ্য কিনতে অভ্যস্ত নন।