'মেটাভার্স দিয়ে কি রোমান্স করা যাবে?' গত সপ্তাহে বিবিসিতে মেটাভার্স নিয়ে আমার ছোট একটি সাক্ষাৎকার প্রকাশ ও রেডিওতে সম্প্রচার হওয়ার পর আমি যে প্রশ্নটির সবচেয়ে বেশি মুখোমুখি হলাম তা হলো এটি।
আমি তাদের মনের কথাটা বুঝতে পারি। যারা এ মুহূর্তে এই লেখা পড়ছেন, তারাও বুঝতে পারছেন রোমান্স দিয়ে আসলে তারা কী অর্থ বোঝাতে চাইছেন। আমি তো আর তাদের মনোবাসনাকে হতাশ করতে পারি না। আমি অকপটে জবাব দিলাম, 'অবশ্যই। এবং আপনি যাকে চাইবেন, তাকেই পাবেন।'
আমার এই জবাবে অনেকেই ঢোক গিলে। এতটা সরাসরি উত্তর হয়তো আশা করেনি। তার নার্ভাসনেস দেখে আমি আরও বলি, 'ধরুন, আপনার ক্লিওপেট্রাকে প্রয়োজন। বোতাম চাপামাত্রই আপনার সামনে এসে হাজির হবে। সঙ্গে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি যেভাবে চাইবেন, সেটা সে নিজে থেকেই বুঝে ফেলে আপনাকে তৃপ্ত করবে। পারফেক্ট পার্টনার। শুধু আপনাকে একটু বেশি পয়সা দিতে হবে, এই আর কি!'