জন্মগতভাবেই দুই পা ও দুই হাত নেই আলিফ আহমেদের। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তির কারণে তার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। দুই পা ও দুই হাত না থাকলেও তার স্বপ্ন পূরণের হাতিয়ার মানসিক মনোবল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন আলিফ আহমেদ।
সোমবার (১ নভেম্বর) চবির ‘এ’ ইউনিটের দুই দিনের চার শিফটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে পরীক্ষা দেন তিনি। আলিফ আহমেদের জন্ম বগুড়ার পাইকারপাড়া এলাকায়। বগুড়া পুলিশ লাইন্স হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাবা-মা দুজনেই সরকারি চাকরিজীবী। একমাত্র সন্তান আলিফকে তারা বর্তমানে ঢাকার সাভারে বসবাস করেন।