নবায়নযোগ্য উৎস থেকে ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে বাংলাদেশ। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানোর জন্যই মূলত এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই উৎপাদনের অর্ধেক অর্থাৎ ২ হাজার ২৭৭ মেগাওয়াট আসবে সৌরশক্তি থেকে। পানি ও বায়ুর ব্যবহার করে উৎপাদন হবে যথাক্রমে ১ হাজার ও ৫৯৭ মেগাওয়াট বিদ্যুৎ।
হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশানে (এনডিসি) বাংলাদেশ এই পরিকল্পনার বিস্তারিত অন্তর্ভুক্ত করেছে এবং গ্লাসগোতে শুরু হওয়া 'জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬'কে সামনে রেখে জলবায়ু পরিবর্তন রূপরেখা সম্মেলনে (ইউএনএফসিসিসি) এটি জমা দেওয়া হয়েছে।