সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, করোনাকালীনসহ বিভিন্ন দুর্যোগে প্রধানমনন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। এ জন্য সেনাবাহিনী গর্ববোধ করে। বাংলাদেশ সেনবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে।
সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনার জাহানাবাদ সেনানিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।