বাবা-মায়ের আদরের মেয়ে নীলা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বাবা জামশেদ চৌধুরী বড় ব্যবসায়ী। মা জুলেখা চৌধুরী গৃহিণী। আদরের মেয়ে হওয়ায় বাবা-মা সন্তানের সাধ-আহ্লাদে কমতি রাখেননি। মডার্ন মেয়ে। ওয়েস্টার্ন ড্রেসে চলাফেরা করে। কাউকে কেয়ার করে না।
একদিন ছাদে কাপড় শুকাতে দেওয়ার কারণে তার প্রিয় একটি লাল শাড়ি উড়ে যায় বাতাসে। কাজের মেয়ে বিলকিসের ওপর রাগ করে কিন্তু কোনো কাজ হয় না। বাবা বলেন, ওরকম লাল শাড়ি তাকে এনে দেবে। কিন্তু মেয়ে রাজি হয় না। হারিয়ে যাওয়া শাড়িটিই সে চায় যে কোনো মূল্যে।