জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণ ও মোকাবেলায় করণীয় নির্ধারণে শুরু হতে যাওয়া কপ২৬ এ শক্তির উৎস হিসেবে কয়লা নির্মূল অন্যতম লক্ষ্য হলেও এশিয়ায় এর ব্যবহার বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রায় ২০০ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে, যার মধ্যে ৯৫টি চীনে, ২৮টি ভারতে, ২৩টি ইন্দোনেশিয়ায় বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম) ।