শিল্প-বাণিজ্য ক্ষেত্রে বরাবরই এগিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। শিল্পায়নের প্রসারে যে নগরায়ণ হচ্ছে তাতে কলেবর বাড়ছে শহরের। কমছে ফসলি জমি, বাড়ছে জেলায় উৎপাদিত খাদ্যশস্যের ঘাটতি। অপরিকল্পিত শিল্পায়নে প্রতি বছরই কোপ পড়ছে কৃষি জমিতে। এতে স্বাভাবিকভাবেই কমছে খাদ্য উৎপাদন।
কৃষিজমি কমে যাওয়ায় বাড়ছে না আবাদ। নির্দিষ্ট গণ্ডির মধ্যে উৎপাদন ওঠা-নামা করছে। গত এক দশকে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে ধানের আবাদ হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৯৮ হেক্টর জমিতে। তবে সরকারের কৃষিবান্ধব নীতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বীজ-সারের সহজলভ্যতা ও উন্নত জাতের বীজ উদ্ভাবনের কারণে উৎপাদন স্থিতিশীল রয়েছে বলে দাবি কৃষি বিভাগের।