কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালে, রাজশাহীতে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কথাসাহিত্যে এক স্বতন্ত্র নাম হিসেবে আবির্ভূত হন সেলিনা হোসেন। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডি.লিট উপাধি। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২৫টি। এবার দুর্গাপূজায় দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা-সহিংসতা এবং দেশে ধারাবাহিকভাবে অসাম্প্রদায়িক চেতনার বদলে সাম্প্রদায়িকতা ও ঘৃণা-বিদ্বেষের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন সেলিনা হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদকীয় বিভাগের এহ্সান মাহমুদ