বল হাতে দারুণ করেছে ইংল্যান্ড। ক্রিস জর্ডানদের দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অল্পতেই থামিয়ে দেয় ইংলিশরা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও চমক দেখাল তারা। মাত্র ৩২ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেললেন জস বাটলার। দুই বিভাগের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারাল ইয়াং মরগানের দল। আজ শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়াকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।