সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর রায়েরবাজারে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তাদের সনদপত্র দেওয়া হয়। এ উপলক্ষে শনিবার সংগঠনের রায়েরবাজারের ‘সোসাইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে এসব সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। আট জন প্রশিক্ষণার্থী তিন মাস প্রশিক্ষণ নিয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক নয়ন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, নাদিয়া ইসলাম দিনা, জহির খান প্রমুখ।