সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট নগরের ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলে সুজনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।