ফিফা, এএফসি এবং বিভিন্ন খাত থেকে আগামী বছর বাফুফের বার্ষিক আয় হতে পারে ২৪ কোটি টাকার মতো। বাফুফে আগামী অর্থ বছরের বাজেটে রেখেছে ৪১ কোটি ৯৫ লাখ টাকা। আজ রাজধানীর সোনরাগাঁও হোটেলে বার্ষিক সাধারণ সভায় বাফুফের এই ঘাটতি বাজেট অনুমোদিত হয়েছে।
বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা এখন কম। জাতীয় দলের সাফল্যও নেই সেই অর্থে। এর মধ্যে ১৭ কোটি টাকা ঘাটতি বাজেট পূরণ বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা নিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি।