যাদের ক্যারিয়ার লম্বা সময়ের, যারা ক্রমাগত দারুণ সব কাজ উপহার দেন, কাজে যিনি নিজস্ব স্বাক্ষর ফুটিয়ে তুলতে পারেন- ক্যামেরার পেছনে থাকলেও তারকা অভিনয়শিল্পীর মতো তাদেরকেও এক নামেই চেনেন দর্শক! তেমনই একজন নির্মাতা চয়নিকা চৌধুরী। অথচ গত চার মাস তিনি ছিলেন কাজ থেকে দূরে!