পাকিস্তান দুটো ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করেছে, স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তানও। দুটো দলই যখন আজ দুবাইয়ে পরস্পর মুখোমুখি হবে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে। ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় রাত ৮টায়।
এই ম্যাচ শুরুর আগে আফগান তারকা রশিদ খানের স্মৃতিতে ভেসে উঠছে ২০১৯ বিশ্বকাপের দুই প্রতিবেশির লড়াই। সেই স্মৃতি থেকেই ভক্তদের সতর্ক করে দিলেন এই আফগান লেগি।