যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ২০০১ সালে আফগানিস্তান দখল করে বড় স্বপ্ন দেখেছিল। বৃহৎ পরিকল্পনার আওতায় দেশ শাসন এবং নতুন চিন্তাভাবনায় শাসন কাঠামো গড়ে তোলার সেই চেষ্টা ফ্যাকাসে হতে বেশি সময় লাগেনি। এর পরও যুক্তরাষ্ট্র হাল ছাড়েনি। চেষ্টা করেছে তালেবানকে বাগে আনতে বিভিন্ন কৌশল, এমনকি বারবার সামরিক শক্তি ব্যবহার করে। শেষ পর্যন্ত সব ধরনের চেষ্টা ব্যর্থ এবং নিজেদের নিয়ন্ত্রণ ক্ষমতা ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় তালেবানের সঙ্গে চুক্তি করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আফগানিস্তানের বিরাট জনগোষ্ঠীকে পুরোপুরি অনিশ্চয়তা, শঙ্কা এবং মহাবিপদে ঠেলে দিয়ে আফগানিস্তান ছেড়েছে পরাজয়ের গ্লানি নিয়ে।