সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটা নিয়ে আন্দোলনের মধ্যেই চুল নিয়ে নতুন কাণ্ড ঘটিয়েছেন ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। বৃহস্পতিবার দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদে জানা যায়, ‘সুন্নতি কাটিং’ ও ‘আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো ধরনে (স্টাইল) চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন এই ইউপি চেয়ারম্যান। গত ২৫ অক্টোবর ওই বিজ্ঞপ্তি জারি করে তার অনুলিপি ইউনিয়নের সর্বত্র সাঁটিয়ে দিয়েছেন তিনি। চেয়ারম্যানের ওই সিদ্ধান্তের প্রতিবাদ করায় এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে চেয়ারম্যানপুত্রের বিরুদ্ধে। গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন হাওলাদার।