প্রযুক্তি নির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। আপনারও নিত্যসঙ্গী নিশ্চয়ই এক বা একাধিক স্মার্টফোন। তবে সারাক্ষণ ব্যবহারের ফলে স্মার্টফোন অপরিষ্কার হয়ে পড়ে খুব দ্রুত। কেননা যেখানে-সেখানে রাখা হয়। আবার নিশ্চয়ই স্মার্টফোন ধরার আগে কেউ হাত পরিস্কার করে নেন না। আর এ জন্য স্মার্টফোন খুব দ্রুত নোংরা হয়ে যায়। আবার এটি ধরার ফলে আপনার হাতেও লেগে যাচ্ছে জীবাণু।
একটি গবেষণায় দেখা যায়, টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে আমাদের মোবাইল ফোনে। এই জীবাণুর মাধ্যমে আক্রান্ত হতে পারেন যে কেউ। তাই নিয়ম করে আমাদের মোবাইল ফোন পরিষ্কার করা উচিত।