সাম্প্রদায়িক হামলার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সহিংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা উদীচী সভাপতি মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, নারীনেত্রী মাহফুজ আরা পলক বক্তব্য রাখেন। এ ছাড়া জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি এডভোকেট হামিদা বেগম, সনাক সদস্য মানস কর, ইয়েস দলনেতা শুভ্র বণিক প্রান্ত প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি থেকে সনাক নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কাছে ৭ দফা সুপারিশ তুলে ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us