১৯৭০ সালের ২৮ অক্টোবর রেডিও টেলিভিশনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী ভাষণ প্রদান করেছিলেন। জাতির উদ্দেশে সরকারপ্রধান বক্তব্য দেয়ার রীতি প্রচলিত থাকলেও বিরোধীদলীয় নেতা এই প্রথম বক্তব্য প্রদান করেন। এই ভাষণ নানা কারণে গুরুত্বপূর্ণ। তবে এই ভাষণ সম্পর্কে আলোচনা খুব একটা শোনা যায় না। এ ভাষণই ছিল মূলত বাঙালীর ভাবি স্বাধীন রাষ্ট্রের উন্নয়ন দর্শন।