আমরা কলামগুলোতে উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত সময় ও ব্যয় নিয়ে লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে উঠেছে। এসব অনিয়মের জন্য দায়ী মন্ত্রণালয়, বিভাগ ও কর্মকর্তাদের প্রতি প্রতিনিয়ত সতর্কবার্তা দিতে থাকা কতটা ক্লান্তিকর, তা আমরা কেবল কল্পনাই করতে পারি।
এমনকি প্রধানমন্ত্রীর বারবার অনুরোধ ও হুঁশিয়ারি সত্ত্বেও মনে হয় না যে বিষয়টির খুব পরিবর্তন হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যথাযথ কর্তৃপক্ষকে ত্রুটিপূর্ণ প্রকল্প পরিকল্পনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ত্রুটিপূর্ণ প্রকল্প পরিকল্পনা শেষ পর্যন্ত প্রকল্পের খরচ বাড়ায়।