২০২৬ সালে উন্নয়নশীল দেশ হয়ে যাওয়ার পর থেকে ইউরোপের দেশগুলোর সঙ্গে পণ্য আমদানি-রপ্তানিতে কঠিন নীতিমালার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এটি হবে মূলত পণ্যের রুলস অব অরিজিন বা উৎসবিধির ক্ষেত্রে। এই পরিস্থিতি মোকাবিলার উপায় হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা। যুক্তরাজ্যের সঙ্গেও তা করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও ইউরোপের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেছেন। সপ্তাহব্যাপী চলমান ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন ২০২১’-এর দ্বিতীয় দিনে গতকাল বুধবার এই সেমিনার অনুষ্ঠিত হয়।