কার্ল মার্কস এখনও প্রাসঙ্গিক

সমকাল ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ১০:১১

২০০২ সালের ২১ ডিসেম্বর দি ইকোনমিস্ট লিখেছে, 'ইনডিড ইট ইজ সাজেস্টেড, মার্কস ওয়াজ রাইট অ্যাবাউট এ গুড মেনি থিংস- অ্যাবাউট এ লট অব হোয়াট ইজ রং উইথ ক্যাপিটালিজম, ফর ইনস্ট্যান্স, অ্যাবাউট গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটস, অ্যাবাউট দ্য বিজনেস সাইকেল, অ্যাবাউট দ্য ওয়ে ইকোনমিক্স শেপস আইডিয়াজ। মার্কস ওয়াজ প্রিসিয়েন্ট; দ্যাট ওয়ার্ড কিপস কামিং আপ।


বাই অল মিনস ডিসকার্ড কমিউনিজম অ্যাজ প্র্যাকটিসড ইন দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড ইস্টার্ন ইউরোপ (অ্যান্ড চায়না, নর্থ কোরিয়া, কিউবা অ্যান্ড ইনফ্যাক্ট হোয়্যারএভার ইট হ্যাজ বিন প্র্যাকটিসড)। বাট প্লিজ ডোন্ট ডিসকার্ড মার্কস।' যারা বিশ্বের সংবাদপত্র জগৎ সম্পর্কে জানেন, তাদের দৃষ্টিতে লন্ডন থেকে প্রকাশিত প্রভাবশালী ইংরেজি সাপ্তাহিক দি ইকোনমিস্ট দক্ষিণপন্থি উদারনীতিবাদী অর্থনৈতিক চিন্তাচেতনা ধারণ করে। স্বাভাবিকভাবেই সাপ্তাহিকটি কমিউনিজমকে কোনোক্রমেই সমর্থন করতে পারে না। এটা পত্রিকাটির আদর্শিক অবস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us