আফগানিস্তানে আমেরিকার ২০০১ সাল থেকে অবস্থান ছিল অনেকের কাছে আশীর্বাদের এবং অনেক দেশের কাছে অভিশাপের। ভারত তার কূটনীতি, বুদ্ধি, আন্তর্জাতিক বন্ধুদের সহায়তায় চাইছিল আফগানিস্তানে তালেবান ও আল কায়দাবিরোধী পশ্চিমাঘেঁষা সরকার ক্ষমতায় আসীন থাকুক, যাতে চীন-পাকিস্তান তাদের আধিপত্য বিস্তার করতে না পারে। অন্যদিকে পাকিস্তানের সরকারগুলোকে গত ২০ বছর ধরে কেবলই আমেরিকার ধমকানি শুনতে হয়েছে।