সমৃদ্ধ হোক মহাকাশ বিজ্ঞান

ইত্তেফাক ড. মো. মনসুর আলী প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১৫:২৩

মহাকাশের রহস্যের শেষ নেই। মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আছে। আমাদের সৌরজগত্ এগুলোর একটি। আমরা এগুলোর কতটুকু জানি! আমাদের সৌরজগতে গ্রহ, উপগ্রহগুলির রাসায়নিক পদার্থ, তাদের ঘূর্ণন, তাদের উপগ্রহের সংখ্যা এবং এসব গ্রহ-উপগ্রহে প্রাণের অস্তিত্বের ধারণা পাওয়ার জন্য নাসা প্রাথমিকভাবে ১৯৭৭ সালে ফ্লোরিডার ক্যাপকেনাভেরাল থেকে দুটি মহাকাশযান ভয়েজার-১, ভয়েজার-২ প্রেরণ করে। প্রথমে নাসা ১৯৭৭ সালে ২০ আগস্ট উেক্ষপণ করে, যারা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন অনুসন্ধানের কাজ করবে, পরে ভয়েজার-১ ৫ সেপ্টেম্বর পৃথিবী থেকে উেক্ষপণ করা হয়, যেখান থেকে ভয়েজার-১ ১৯ ঘণ্টা ও ভয়েজার-২ ১৬ ঘণ্টা পরপর বার্তা প্রেরণ করে, যারা ২১.৭৮ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল। মহাকাশযান দুটি মহাকাশে যত সময় অতিবাহিত করছে ততই তাদের ক্ষমতা কমে যাচ্ছে। তাই নাসা রেডিও সিগন্যাল Distributing স্থাপন করেছে, সেখান থেকে অতি সহজে বার্তা গ্রহণ করা যাচ্ছে। মহাকাশযান ১৯৮৯ সালে সৌরজগতের অভিযান সমাপ্ত করে নক্ষত্র অভিযানের পথে ধাবিত হয়েছে। উল্লেখ্য, ১৯৭৭ সালে ডিসেম্বর এসটরয়েড বেল্ট অতিক্রম করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us