মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্ক উন্নয়নের আলোচনা চলছে। কয়েকদিন আগে ইরাকে এর চতুর্থ রাউন্ড সম্পন্ন হয়েছে। জাতিসঙ্ঘের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রেও একদফা আলোচনার খবর পাওয়া গেছে। কিন্তু কি সব বিষয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনায় কতটুকু অগ্রগতি হচ্ছে এর কোনো কিছুই জানানো হয়নি কোনো পক্ষ থেকে। তবে দু’পক্ষই আলোচনার কথা স্বীকার করছেন। এই আলোচনা এখনো আনুষ্ঠানিক কূটনৈতিক পর্যায়ে শুরু হয়নি। শীর্ষ নীতিনির্ধারক পর্যায়ে হবে হয়তো আরো পরে।