বাজার, টারমিনাল ও সড়কে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারীদের অনেকেই শিকার হন ধর্ষণের। কিন্তু বিচার তো দূরের কথা, এসব ধর্ষণের মামলাই হয় না। ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া এসব নারীরা সন্তান জন্ম দেওয়ার পর তাকে দত্তক নিতে অনেক দম্পতিকে আদালতে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। অথচ, ওই নারীর বিচার পাওয়া কিংবা চিকিৎসার দায়ভার নিতে চায় না কেউ।
পুলিশ বলছে, ধর্ষণের শিকার মানসিক রোগী নিজে বা অন্য কেউ অভিযোগ না করলে মামলাও হয় না। অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। সন্তান প্রসবের পর একটি জিডি করে মা ও নবজাতককে সরকারি আশ্রয়কেন্দ্র বা সেফ হোমে পাঠানো হয়।