গত ১০ সেপ্টেম্বর ফেসবুকে জব অফার দেখে আগ্রহী হলাম। আমার মতো বেকার অনেক কিশোর-কিশোরী ফেসবুকের গ্রুপটিতে যোগ দেয়। লোভে পড়ে প্রত্যেকে ১৫০ টাকা করে গ্রুপে অ্যাড ফিও দিই। এর মধ্যে ১০০ টাকা গ্রুপ কর্তৃপক্ষ নেয়। বাকি ৫০ টাকা যার মাধ্যমে ওই গ্রুপে যোগ দেবে, তাকে দেওয়া হয়। প্রতিটি রচনা লেখার জন্য ২০০ টাকা করে দেবে বলে ঘোষণা দেওয়া হয়। মাস শেষে ৬ হাজার টাকা দেবে—এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল তারা।
তাদের কথামতো ১৫টি গ্রুপ আছে এবং প্রত্যেক গ্রুপে সদস্যসংখ্যা ৪০০। এক মাস পর, অর্থাৎ ১৬ অক্টোবর তারা রাতে পেমেন্ট দেওয়ার কথা বলে এবং পেমেন্ট রেজিস্ট্রেশনের জন্য আরও ১০০ টাকা দিতে হবে বলে জানায়। টাকা পাওয়ার লোভে পড়ে সবাই আবারও ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে। কথা ছিল ১৭ অক্টোবর সকাল আটটায় টাকা দেবে, কিন্তু সকালে উঠে দেখি গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে সবাইকে। তাদের ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ। এখানে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে।