যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চার বছর ধরে সক্রিয় চেক জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্র। এ সময়ে চক্রটি প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ব্যাংকিং চ্যানেলে এ টাকা স্থানান্তরিত হয়েছে। চক্রের সদস্য বোর্ডের হিসাব সহকারী আবদুস সালাম এবং প্রতারক প্রতিষ্ঠান ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের মাধ্যমে এ টাকা উত্তোলিত হয়েছে।
এ ঘটনায় দুদকের দায়েরকৃত মামলায় এ তিনজনের সঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও সচিব অধ্যাপক এএমএইচ আলী আর রেজাকেও অভিযুক্ত করা হয়েছে। দুদক জালিয়াতি ও টাকা আত্মসাতের পুরো বিষয়টি তদন্ত করছে।