বিশ্বকাপের আগে উড়ো হুমকি পেয়ে পাকিস্তান থেকে সফর বাতিল করে নিউ জিল্যান্ড দল। আর তখন এহেন কর্মকাণ্ডে পাকিস্তান ও ক্রিকেট বিশ্ব মেতেছিল কিউইদের সমালোচনায়! কদিন পর একই কাজ করে ইংল্যান্ড দলও। পরে ভারতের পাশাপাশি এই দুই পশ্চিমা দলের বিপক্ষেও ক্রিকেট যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান। ইতোমধ্যে ভারতকে নাকানি-চুবানি খাইয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাবর-রিজওয়ানরা। এবার আত্মবিশ্বাসী সেই পাকিস্তানের সামনে নিউ জিল্যান্ড।
সুপার টুয়েলভে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দল দুটি। পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া। বিপরীতে জয়ে বিশ্বকাপ আসর শুরু করতে দৃঢ় চেতা নিউ জিল্যান্ড।