অবরুদ্ধ বাংলাদেশকে স্বাভাবিক দেখানোর চেষ্টা

প্রথম আলো মঈদুল হাসান প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ১১:৫৫

সোভিয়েত প্রতিনিধি গুরগিয়ানভের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর ৩০ জুন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে আলোচনার সময় সেদিন তাঁর মধ্যে একধরনের ব্যাকুল ভাব আমি লক্ষ করি। যদিও তিনি ছিলেন চাপা স্বভাবের মানুষ।


পূর্বঘোষণা অনুযায়ী, চার দিন পরই ৪ জুলাই ছিল ১৯৭০ সালে নির্বাচিত আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) এবং প্রাদেশিক পরিষদ সদস্যদের (এমপিএ) প্রথম সম্মেলন। একাত্তরের মে মাসের প্রথম দিকে বাংলাদেশ সরকারকে তাৎক্ষণিক স্বীকৃতিদানের অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অসম্মত হওয়ার পর থেকে আওয়ামী লীগ মহলে এমন কথা প্রচার পেয়েছে যে পাকিস্তানের আক্রমণের ভয়ে ভারত ওই স্বীকৃতিদানে সম্মত নয়।


তাজউদ্দীন সেই ভারত সরকারের ওপর নির্ভর করা ছাড়া মুক্তিযুদ্ধের অন্য কোনো উপায় বের করার ক্ষেত্রে অদ্যাবধি অপারগ। অবস্থা যদি এমনই অসহায়ত্বের হয়, তবে পাকিস্তানের সঙ্গে মিটমাটের জন্য আমেরিকার সহায়তা লাভের চেষ্টা তো করা যায়। এমন যুক্তি আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রসার লাভ করতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us