আয়নাতত্ত্ব দিয়ে বেশ একটা হইচই ফেলে দিয়েছেন মুশফিকুর রহিম। দুবাইয়ের বাংলাদেশি সমাজ থেকে শুরু করে ফেসবুকে ভেসে বেড়ানো দেশ–বিদেশের পোস্টে শুধু আয়না আর আয়না। মুশফিক আয়নায় কাদের মুখ দেখতে বলেছেন, সেই কৌতূহলের পাশাপাশি অনেকে তাঁর নামের পাশেও জুড়ে দিচ্ছেন ‘আয়না’ শব্দটি। কারও কাছে মুশফিক ‘আয়নাবাজ’, কারও কাছে ‘আয়নাপুরুষ’।
পরশু শ্রীলঙ্কার কাছে হারের পর মুশফিক বলেছেন, ক্রিকেটারদের সমালোচনা যাঁরা করেন, তাঁদের উচিত আগে আয়নায় নিজের মুখ দেখে নেওয়া। অর্থাৎ আপনি আগে আয়নায় নিজের চেহারা দেখবেন। সেটা ঠিক থাকলে পরে অন্যের চেহারা নিয়ে কথা বলবেন। এরপর থেকেই ‘আয়না’ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য ‘টক অব দ্য ক্রিকেট’।