নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। দণ্ডিত মনির হোসেন বাবু কবিরহাট উপজেলার দয়ারামদি গ্রামের আলী আহম্মদের ছেলে।