খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) গ্রুপের নেতা দীপন জ্যোতি চাকমাকে (৪০) লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জ্যোতি চাকমাকে আহত অবস্থায় উদ্ধার করে দলের কর্মীরা অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। উপজেলার বাঘাইছড়মুখ এলাকার কংসজয় কার্বারিপাড়া এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দীপনজ্যোতি চাকমা উপজেলার দক্ষিণ হাচিনসনপুর এলাকার দীপংকর চাকমার ছেলে। ইউপিডিএফ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে দীপনজ্যোতি চাকমা দলের কয়েকজনকে নিয়ে কংসজয় কার্বারিপাড়ায় একটি বাড়িতে সাংগঠনিক বৈঠক করছিলেন।