খাবার বেশি খেলে মোটা হওয়ার ঝুঁকি বেশি-এমন কথা সবাই জানেন। কিন্তু জানেন কী, শুধু খাবারের গন্ধ শুকলেও আপনি মুটিয়ে যেতে পারেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের একদল গবেষক বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণা চালিয়েছিল। সেখানে কৃত্রিম উপায়ে আকারে মোটাতাজা ইঁদুরের ঘ্রাণশক্তি হ্রাস করে দেওয়া হয়। এবার সেইসব ইঁদুরের হাই-ক্যালরিযুক্ত ডায়েট দেওয়া হয়। তাতে দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিক রকম কমে গেছে।