জম্মু-কাশ্মীর আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর প্রথমবার সেখানে গেলেন তিনি। আজ রোববার ( ২৪ অক্টোবর) সেখানে নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে অমিত শাহের।
শনিবার শ্রীনগরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা থামাব কেন? ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন হবে। তারপর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে। তিনি আরও বলেন, যুবসমাজ এগিয়ে না এলে সরকারের একার পক্ষে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়।