‘আটকে পড়া পাকিস্তানি’ বলতে সাধারণভাবে বোঝানো হয় সেসব উর্দুভাষীকে, যাঁরা ১৯৭১ সালে যুদ্ধের পর এখানে ক্যাম্পে আশ্রয়ে থেকে পাকিস্তানে চলে যেতে চেয়েছিলেন। যুদ্ধ এবং যুদ্ধোত্তর সময়ে অনিশ্চয়তার মুখে এসব মানুষ শরণার্থীদের জন্য তৈরি অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছিলেন। সেই ক্যাম্পগুলো আছে। মানুষও আছে সেখানে। সারা দেশে এ রকম ক্যাম্প আছে কাগজপত্রে ১১৬টি। ঢাকায় আছে ৪৫টির মতো।
পুড়ে যাওয়া ও উচ্ছেদের কারণে এসব ক্যাম্পের সংখ্যা ক্রমেই কমে আসছে। সব মিলিয়ে এসব ক্যাম্পে থাকা উর্দুভাষীর সংখ্যা আনুমানিক আড়াই লাখ। এই ক্যাম্পবাসীদের বাইরেও এ দেশে উর্দুভাষী আছেন। তাঁদের সংখ্যা ক্যাম্পের উর্দুভাষীদের চেয়েও বেশি; প্রায় তিন–চার লাখ। ক্যাম্পের বাইরে থাকা ব্যক্তিরা সচরাচর নাগরিকত্বসংক্রান্ত ঐতিহাসিক জটিলতায় পড়েননি।