জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এমন একটা দল যেখানে মত প্রকাশ করা যায় না। কারণ, সেখানে আশেপাশে কিছু ধান্ধাবাজ লোকজন আছে। স্বার্থান্বেষী ও ধান্ধাবাজের কব্জায় এখন জাতীয় পার্টি। এরা কেবল নিজের স্বার্থটাই বুঝে। এদের কবল থেকে জাতীয় পার্টিকে বের করে আনতে হবে। শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের একটি ক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টিকে জনগণের দলে পরিণত করতে হবে। ভদ্রলোকের দলে পরিণত করতে চাই জাতীয় পার্টিকে। সেই উদ্দেশ্যে জাতীয় পার্টির পুনর্গঠন কমিটিতে হাত দিয়েছি। আমার সাথে জাতীয় পার্টির পুরনো এমপি ও নেতারা যোগাযোগ করছেন। তারা আমাকে ভুলে যায়নি।