দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি নাটক নির্মাণেও তিনি সুনাম কুড়িয়েছেন। বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। শোবিজে তার দেখা নেই অনেকদিন হলো।
একসময়ের সাড়া জাগানো এই তারকার জন্মদিন আজ। এদিনে তিনি রয়েছেন বিদেশের মাটিতে, অস্ট্রেলিয়ায়। তবে সঙ্গে আছে স্ত্রী ইশরাত ও দুই সন্তান আরাধ্য এবং অরিত্র। ব্যবসা ও পরিবার নিয়ে বেশ সুখেই কাটছে এ অভিনেতার জন্মদিন।