চারদিন ধরে পত্রিকার পাতা উল্টাতেই মন খারাপ করা খবরে মনটা আরও বেশি বিষিয়ে উঠছে। করোনা-পরবর্তী ধাক্কা সামাল দিতে না পেরে এমনিতেই বহু মানুষ মানসিক সমস্যার চাপে ভুগছেন। করোনা এখনও চলে যায়নি, আজ ১৯ অক্টোবর ব্রিটেন ও বাংলাদেশ উভয় জায়গায় করোনা সংক্রমণ বাড়ার খবর এসেছে। কিন্তু মাস্কের ব্যবহার প্রায় উঠেই গেছে। ডেঙ্গুর বাহক এডিসের ব্যথার কামড় শেষ হয়নি। কিন্তু মানুষ আবারো অসতর্কভাবে দিনাতিপাত শুরু করেছে। দ্রব্যমূল্যবৃদ্ধি ও মাদকের ঘনঘটার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ব্যক্তি মানুষের চলাচল বেড়ে গেছে। গতি বেড়েছে প্রতিটি কর্মযজ্ঞে। কিন্তু দুর্গতির ডামাডোল নিয়ে সাম্প্রদায়িক অসন্তোষ শুরু হয়ে গেছে চারদিকে। ব্যক্তি নয়, অশান্ত হয়ে উঠেছে ‘মব’ বা ক্ষিপ্ত জনতা। ‘মব’ কার প্রতি ক্ষিপ্ত এবং কেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলো তা এ মুহূর্তে বড় চিন্তার বিষয়।