মিলেমিশে থাকাটাই বাঙালির পরম্পরা৷ সম্প্রতি বাংলাদেশের সহিংসতায় আহত সেই পরম্পরা৷ তাতেই উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা৷
বাংলাদেশের একের পর এক ঘটনা বিচলিত করেছে পশ্চিমবঙ্গের প্রগতিশীল মহলকে৷ এই মহলের একটা উল্লখযোগ্য অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা৷ তারা দ্বিধাহীন কন্ঠে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করেছেন৷ বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অপরাধীদের পাকড়াও করে শাস্তি দেওয়া হোক৷ ‘বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন' এক বিবৃতিতে এই হামলাকে ‘ইসলামবিরোধী’ তকমা দিয়ে বলেছে, ‘‘ভারতের সংখ্যালঘু হিসেবে আমরা বুঝতে পারছি আমাদের হিন্দু ভাই-বোনেরা কী অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন৷’’