‘দেশে গণতন্ত্র না থাকার সুযোগে ওই ধরনের হামলা হচ্ছে। কুমিল্লায় যা ঘটেছে, উচিত ছিল আমাদের সবারই সেখানে ছুটে যাওয়া। পুরোহিত–আলেম সবাইকে নিয়ে বসা। তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। আসলে আমরা অর্থহীন লেখাপড়া করেছি।’
আজ বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে উত্তেজিত জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বড়করিমপুর এলাকা পরিদর্শনে এসে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। এ সময় এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বাধ্য হয়ে তিনি স্থানীয় একটি হরিবাসর মন্দিরের ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে তিনি এ বিষয়ে নানা বক্তব্য দেন।